পাতা:তীর্থরেণু.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

শিঙার শব্দ গণি’
বেদুইন্ ফিরে চায়!
তটিনী-তটের তান,
উচ্ছাসে অবসান!
সোনালি স্বপ্ন-খান্
শিশুর নয়ন ছায়।

জিন্ বিভীষণ,—
মৃত্যুর চর,
আঁধারে গোপন,
করে কলেবর;
করে গরজন
গভীর, ভীষণ,
ঢেউয়ের মতন;
রহি’ অগোচর।

ঘুমায়ে পড়ে
মৃদুল স্বর,
ঢেউ কি নড়ে
তটের ‘পর!
প্রেতের লাগি'
মুক্তি মাগি'
জপে কি যোগী
যুক্তকর!

৩৪