এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
মনে হয়,
কুস্বপন,
কানে কয়
অনুখন!
কে কোথায়!
মিশে যায়!
মূরছায়
গরজন!
ভিক্তর হুগো।
দুয়ো সুয়ো
সুয়োরাণীর দুলাল! ওরে! খেয়ে মেখে নে,
সদয় বিধি নানান নিধি দিয়েছে এনে!
দুয়োরাণীর দুখের বাছা! ধূলাকাদাতে
বুকে হেঁটে বেড়াস্ যেন জন্ম-হাভাতে।
সুয়োরাণীর দুলাল! তোমার পূজায় ভারি জাঁক,
জুড়িয়ে গেল হোমের ধূমে নবগ্রহের নাক!
দুয়োরাণীর দুখের বাছা! তোমার দুঃখ ক্লেশ,—
এ জীবনে হ'বে কি হায়,—হ'বে কি তার শেষ?
৩৫