এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু
‘যোগ্যের সাথে মিলিবে যোগ্য’
সনাতন এ বিধান,
কুলমর্য্যাদা কি করিতে পারে?
কিবা করে ব্যবধান?
কণ্ণ গনর।
কর্ত্তব্য ও পুরস্কার-লোভ
পুরস্কার-লোভে হায় কর্ত্তব্য কে করে?
মানুষ কি দেছে কবে বর্ষা-জলধরে?
‘কুরাল’-গ্রন্থ।
বাঁকা
কুকুরের বাঁকা ল্যাজ সোজা হয় নাকো
বাঁশের চুঙ্গিতে তারে যত ভ’রে রাখ;
কুটিলের বাঁকা মন তাহারি মতন,
তার সাথে তর্ক করা বিফল যতন।
বেমন।
৪১