পাতা:তীর্থরেণু.djvu/৬৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু

তবু তার সেই চাহনিটি যেন
পূর্ব্বরাগের চাওয়া,
দোলাইয়া যেন যায় বনে বনে
প্রভাত-শুভ্র হাওয়া!

চিরকামনার স্বর্ণ মৃগ সে,
কীর্ত্তি তাহার নাম;
শিকারী এবং কুক্কুরদলে
দ্যায় না সে বিশ্রাম।

পাউণ্ড।


কবি

চন্দ্র আমার মনের মানুষ!
বন্ধু সে পারাবার!
গগন আমার ভবনের ছাদ!
প্রভাত আমার দ্বার!
সিন্ধু-শকুনে সঙ্গী করিয়া
চুমি গো গগন-ভালে,
নিজ দেবত্ব লুটাতে না পারি
ধরণীর ধূলিজালে।

চাং চি হো।
৪৬