পাতা:তীর্থরেণু.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

যে গানের ছন্দে
নর্ত্তিত বিশ্ব!

তবে, কবি-কর্ম্ম-
কার দিক্ কবিতায়
উপহার তোরে গো!
মানবের ধাত্রী!
বয়সের চিহ্ন
মুখে তোর পড়িছে,
স্বপ্নের মত ছায়
সময়ের ছায়া গো।
গান সেই ঔষধ—
যাহে ফিরে যৌবন,
উৎস সে নবতার,
প্রভাতের নির্ঝর।
তাঁতশালে জগতের
ভাগ্য তো বুনিছ;—
শ্রম লঘু হয় কিসে
গান নাহি গাহিলে?
ভেবেছ কি দুনিয়ায়
সার শুধু খাটুনি?
পূজিবার,—বুঝিবার
আছে শোভা, হর্ষ;

৫২