পাতা:তীর্থরেণু.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
শিকারীর গান

মহুয়া গাছের তলে হরিণ চরে,
আরে,  ঘাসের ‘পরে;
গুড়িগুড়ি বাঁকা পথে শিকারী চলে;
আহা,  কতই ছলে!
মহুয়ায় হরিণের মন হরিল,
সারা  বন ভরিল;
তীর বেগে হয়ে খাড়া ধনুকধারী
তীর  হানে শিকারী।
মহুয়া গাছের ছায়ে হরিণ পড়ে;
লোহ  লাগে শিকড়ে;
আহলাদে ফুকারিয়া চলে শিকারী,
আজি,  আমোদ ভারি।
আরে!  ধনুকধারী!


নৃত্য-গীতিকা

(মেক্সিকো)

গোটা গোটা উঠল ফুটে জাল্-তু-মোতির ফুল,
পাপড়ি সে পূরন্ত হ’ল বাতাসে দুল্‌দুল্‌;

৫৪