পাতা:তীর্থরেণু.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
নারী

নারী নিরমলা, নারী সুন্দরী,
নারী মনোরমা স্বর্গের পরী,
নারী সে ভেষজ ব্যথিত মনের,
নারী সে ভূষণ বীর্য্যবানের,
নারী সম্পদ, নারী সম্ভ্রম,
নারী-প্রেমলাভ ভাগ্য পরম।

অল্‌রিচি।


মন যারে চায়

(মুণ্ডারি)

কাকের ও কোলাহল চাইনে, .
মুখর ঘটক দল চাইনে,
মন যারে চায় আমি তারে শুধু চাই;
ডগমগ চৌদোল চাইনে,
জগঝম্পের বোল চাইনে,
মন যারে চায় আমি তারে শুধু চাই।
দুয়ারে আমের শাখা চাইনে,
কপালে সিঁদূর আঁকা চাইনে,
ভালবাসা যায় যারে তারে শুধু চাই।

৫৭