এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
মুগ্ধ
নীল আকাশের বিমল বিভাতে
তোমারেই শুধু দেখি, কিশোরী!
গিরি নিঝরের রূপালি তুফানে
তুমি দেখা দাও মূরতি ধরি’!
স্পন্দনহীন প্রখর রৌদ্রে
রয়েছ দাঁড়ায়ে হে অপ্সরী!
চঞ্চল শিখা তারায় তারায়
হাসিছ আকুল জোছনা ভরি’!
যে দিকে চাই
দেখি তোমায়!
আঁখি ফিরাই,—
রয়েছ! হায়!
কভু পিছে কভু হাসিছ সমুখে,
হায় নিষ্ঠুরা! একি চাতুরী!
কিস্ফালুডি।
প্রেম-পত্রিকা
প্রকৃতি-মধুরা, মুখে হাসি ভরা, ভিতরে বাহিরে মধু!
রূপ-দেবতার প্রতিমা তুমি গো, গঠিত অমৃতে শুধু!
সুল্তানা! আমি গোলাম তোমার, বাঁধা আছি হাতে গলে,
রাখিতে, মারিতে, বিক্রি করিতে পার গো ইচ্ছা হ’লে।
৬৩