পাতা:তীর্থরেণু.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

ওই অধরের সুধা পান করি’ আয়ু হ’ল অক্ষয়,
অমৃত-কূপের সন্ধান জেনে মরণে কি আর ভয়?
স্বাদু ও সরস নাহি চাহি যশ, তুমি রাখ হাতে হাত,
রাজা বিনা কার এমনটা ঘটে? আর কেবা হয় মাত্‌?

কপোতের মত শুভ্র আমার ক্ষুদ্র এ চিঠি খানি,
পাখনা মুড়িয়া চলিল উঠিয়া তোমারি সমীপে, রাণী!
এমন একটা কিছু করা চাই শীঘ্র না ভোলে লোকে,
সাবাস নেজাতি, তোম্‌—তানা-নানা, হাসি যে উছলে চোখে!

নেজাতি।


ব্রাহুই গান

মেদুর নয়ন  মেষের মতন,
দারুচিনি জিনি দাঁত,
চোখের চাহনি, চাহনি সে নয়,—
লাখ টাকা হাতে হাত!
বোটাতে তোমার জল যদি থাকে
দাও গো না করি’ ছল,
আমার পক্ষে  হ’বে ঔষধ
তোমার হাতের জল!

৬৪