পাতা:তীর্থরেণু.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

অবাধে দু’চোখ ভরি’ দেখিতাম; সরম ভরে
যেতে না স’রে,
ঘোম্‌টা পরে!
হ’তাম যদি ও করে অঙ্গুরী, কণ্ঠে মালা,—
হৃদয় আলা!
রূপসী বালা!
মালারি মতন দুলিতাম তবে হৃদয় তলে,
নানান্‌ ছলে
বেড়িয়া গলে;
এক হ’য়ে যেত অঙ্গুলি আর অঙ্গুরীতে,—
অতি নিভৃতে,—
দুইটি চিতে।


সঙ্কোচ

ভালবাসি তারে প্রাণপণ ভালবাসা,
তাহারি বিরহে মরিয়া যেতেছি দুখে;
সে নাম শুনিতে কেহ যদি কর আশা,
বলিব না, হায়, আনিতে নারিব মুখে!

মিলন জনমে যদি নাই ঘটে, হায়,—
আশা যদি শুধু উঠিয়া মিলায় বুকে,—

৬৬