পাতা:তীর্থরেণু.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
উপদেশ


কথা শোন্, বুলবুলি!
দিন কিনে নে রে বন্য!
অরুণ এ দিনগুলি
ভালবাসিবারি জন্য।

বিজ্ঞেরা অকারণে
নিলে প্রণয়টিকে,
প্রেমিক জেনেছে মনে
বিজ্ঞ আমোদ ফিঁকে।

স্বপ্ন যদি এ প্রণয়
নিদ্রা বাড়ানো যাক্‌
জাগার বয়েস এ নয়,
সে ভাবনা আজ থাক্।

যদি দেখি সুখ-স্বপন
স্বপনেরি সাথে চুঁয়ায়,
শেষ করা যাবে জীবন
ভুলচুকে ধরা ধুয়ায়।

দে জুয়ি।
৭১