এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
এই নিভৃত নিমেষ গুলি
সে কি বৃথাই বহিয়া যাবে?
মরণ আছে যে নয়ন তুলি’,—
শেষে প্রেমের অযশ গা’বে?
তবে ফুলেরা দেখুকু, অয়ি!
এই ভরা প্রেম নিমেষের,
ওগো ভালবাসা হ’ক জয়ী
আজ মরণের 'পরে ফের।
সুইনবার্ণ।
গান
নয়নে নয়ন রাখ গো
হাতখানি রাখ হাতে,
অধরে অধর ঢাক গো
ঘন চুম্বন পাতে!
চুম্বন সে যে মধুর মদিরা
প্রেমিকে করে সে পান,
পিয়াও, পিয়াও, কাফ্রি-কুমারী!
চুম্বন কর দান।
কমল—কমলে নেহারি’
ফোটে গো যেমন প্রাতে,
৭৬