এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু
প্রণয় তেমনি দোহারি
বিকশিছে এক সাথে!
শ্যামল তমাল, শ্যামা লতিকায়
কোরো না গো ঠাই ঠাই,
কাফ্রির কালো কাফ্রিণি ভাল,
তুলনা তাহার নাই।
নিগ্রো ডানবার।
খেয়ালির প্রেম
ওগো রাণী! দাস পড়িয়াছে বাঁধা তোমার চুলের
শিকল-জালে,
সকল দাসের আগে চলা তাই দৈবে ঘটেছে
মোর কপালে!
প্রেমের শিবির রচনা করেছি, নিন্দা-নাকাড়া
গিয়েছে বেজে;
গোলাম তোমার আমীর হ'য়েছে, ওই চাহনির
ভূষণে সেজে!
আমার মনের গহন গুহায় পশেছে তোমার।
দস্যু আঁখি;—
হৃদয় পরাণ আতিপাতি করি’ ধরিতে তোমারে
পারিব নাকি?
৭৭