পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সগ। আমরার প্রান্তভাগে বিস্তীর্ণ প্রান্তরে দেব-দৈত্য-রণভূমি । চৌদিকে পতিত ভীষণ বিকটবপুঃ দৈত্য শত শত, গতজীব । হস্ত, পদ, উরু, শির ; নাড়ী ভুড়ি, চৰ্ম্ম, বৰ্ম্ম, অসি ; রাশি রাশি রণাশবে রয়েছে পড়িয়া স্ত পাকার ; উৰ্ম্মিকুল সম আচঞ্চল । মহিষ, গণ্ডার, অশ্ব, গজ, রথ কত, নিপতিত খণ্ড খণ্ড ভয়tলদশন । মৃতপ্রায়, মৃতে, দৃঢ় আকর্ষণে ধরি রহিয়াছে পড়ি অগণিত । দেবকুল, দৈত্যকুল সহ শায়িত মহাশয়নে স্থানে স্থানে স্থানে, নিৰ্ব্বিবাদ যেন এবে । দেব-দৈত্য-লোহ বহিতেছে, সাগরতরঙ্গ সম ; রণভূমি পরে । সপ্ত দিবানিশি যুঝি, রণশ্রান্তি হরিবার তরে, বিরত উভয় সেনা, ক্ষণ লভিয়াছে বিরাম । নীরব এবে মহা-কোলাহল-পূর্ণরণ-অম্বু- * নিপি । কিন্তু এ সময়ে. লাহর হুদীর্ঘ