এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সপ্তম সৰ্গ । సెt বিকটাক্ষ বলী ( বলে শালবৃক্ষ সম । ) চলিলেন মহাবেগে সমরপ্রাঙ্গনে ; লম্ফে লম্ফে দেবদেহে বাছিয়া বাছিয়া পদ ক্ষেপি । কতক্ষণে দেখিলা শিহরি স্থপটমণ্ডপ, নভোমণ্ডল যেমতি মেঘাবৃত ; দ্বারে তার দাড়ায়ে তারকাস্বর, মহারণবেশে ; ঘৰ্ম্মবিন্দু ভালে মুছেন স্বহস্তে বলী । সম্মুখে ঝুলিছে বিশাল আলেখ্য এক ; চক্রের কৌশলে ঘুরাইছে বহাবলী সে আলেখ্য পরে, শ্বেত কৃষ্ণ মূৰ্ত্তি কত বৰ্ত্ত ল-আকারে ; দেব দৈত্য যোধ যেন ঘোর রণভূমে । বিপুল সেনার ক্ষয়, স্বগণবিনাশ,— অমরার শোকোচ্ছাস, অবিশ্রান্ত রণ,— বিস্মৃত অস্থরপতি ; তন্ময় হইয়া চিন্তিছেন মহাবলী কি ভাবে কোথায় আক্রমিবে কোন ব্যুহ, ভেদিবে কেমনে । সহসা নিকটে লক্ষি বিকটাক্ষ শুরে, সুধিলেন রণবাৰ্ত্ত । “গতজীব কত দৈত্যসেন ? মুমুধু কত বা ? আঘাতিত কত ? দেবগণে কি দশা এক্ষণে ? হত কত দেবকুল ; কীৰ্ত্তিকেয় কোথা ?” শুনি