> ம ত্রিদিকবিজয় । শুনিছে অন্তরে । কোন শব্দ, কোন ভাষা পশিছে শ্রবণে আজি ? দেখিতে দেখিতে নীলিমা পড়িল গাঢ় নেত্রপ্রান্তে কেন ? না বহে নিশ্বাস ; স্তব্ধ, মন্ত্রমুগ্ধ যেন । দৃঢ়-মুষ্টি-বদ্ধ করদ্ধয় । অকস্মাৎ দৈত্যপতি উঠিলা আসন ত্যজি । চাহি শূন্তে নিশ্চল লোচনে, বাহু প্রসারিয়৷ আরস্তিল ক্ষিপ্ত সম। “কোথা, কোথা যাও চলি, হা দেব, হে শঙ্করের,—হে শঙ্কুর চির-অনুচর ; কি হেতু বা আগমন হেথা ? কোন হেতু মুহুর্তের মাঝে চলি যাও ত্যজি এ অধমে । চাও ফিরে ; ফিরে এস অন্তরে আমার । কহ কথা পুনঃ । এই কি যারতা তুমি এনেছিলে, কহ, এই কি বারতা, এনেছিলে শুনাইতে ? নিতান্ত যাইবে যদি (কৈ কোথা তুমি ; না হেরে লোচন আর, যত দূর ধায় দৃষ্টি না পাই হেরিতে )—নিতান্ত যাইবে যদি ত্যজি এ দাসেরে,—যাও চলি যথা ইচ্ছা তব । নাহি ডরি, নাহি দমে হিয়া : ভব ৰাক্য, তব ভাষা ফিরি লও তুমি । আপনি তারকাস্থর খেদাইলে দেবে,
পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।