পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ত্রিদিববিজয়।

বসি, গভীর গর্জ্জনে, জীমূতেন্দ্র সহ,
দীপক আলাপ নগ করিছেন বসি;
নাচিতেছে ক্ষণপ্রভা বিকট নর্ত্তনে।
কোন দেশে, বরষি প্লাবন খরস্রোতে,
বৃষ্টিরূপে সৃষ্টি যেন নাশিছে নিমেষে।
কড় কড় রবে বজ্র কোথাও গর্জ্জিছে,
উগরিয়া কালানল ভয়ঙ্কর তেজে।
কোথাও আবার, ঝরিতেছে প্রস্রবণ
কুল কুল রবে, উড়াইয়া বাষ্পরাশি
দিগন্ত ব্যাপিয়া। “ফুটিছে কমল দল
বিমল সলিলে কোন দেশে; পশি নীরে
কিন্নর কিন্নরী, মরি, কেলিছে হরষে।”
বিহঙ্গমকুল রঙ্গে গাইছে কোথাও;
ঘোর নাদে চক্রাকারে প্রেমের নর্ত্তনে
নাচিছে প্রণয়ী-পক্ষী পক্ষ বিস্তারিয়া,
মাতাইয়া পক্ষিণীরে অক্ষিমদোন্মাদে।
প্রকৃতি কুহকী, কোন দেশে দেখাইছে
ভীষণ-দর্শন ছবি, ভীষণ, বিকট।
ভয়াল ভল্লুক, খড়্‌গী, সিংহ, ব্যাঘ্র, করী,
অজগর মহোরগ শালবৃক্ষ সম,—
"রত সে নিয়ত স্ব স্ব নশ্বর ব্যাপারে।
কাপে অঙ্গ থরথরি হেরিলে সে সবে,