$ ఈ ఇ ত্রিদিববিজয় । নিত্য ভবজয়ী। কাটি অগ্রে এ বিপদজালে । নাহি কালব্যাজ আর । সুসময় এবে । কি ফল বাড়ায়ে দস্ত দেব-অনুচরে ? কিন্তু শান্তি লভিতেছে এবে দেবকুল ।” এত ভাবি সহসা থামিলা বলী । চিন্তিলা আবার ; “অমুচর ক্রমে ক্ষয় ; জীবিত সে যারা, কি ফল কি আশা আজি আছে রে তাদের ? নীচ এ স্বার্থপরতা — কি হেতু দিতেছি ক্লেশ—এ দারুণ ক্লেশ কি হেতু দিতেছি সবে, পুরবাসী জনে,— পারি যদি সুসময়ে প্রতিবিধানিতে ? এক জীবনের তরে ? সে কি চিরস্থায়ী ? কোথা অবসর ; শস্তুর রোষাগ্নিশিখা নিবাব কেমনে ? মুণ্ড কাটি তপ করি কোটি যুগ জুড়ি, লভিমু যে ব্যোমকেশে — বিমুখ এ দাসে আজি ? ভক্তের হৃদয়ে, অমুদয় ভকত-বৎসল প্রভু। কিন্তু চিরদাস আমি, বিদাইলে তিনি, কভু কি ত্যজিব সেই চরণপঙ্কজে । পুনঃ ধ্যান,–কিন্তু কোথা অবসর ? দৃঢ় বঁধে বাধিয়াছে অরি। কাটি সে বন্ধন ত্বরা, ত্যজি রাজ্য, পুনঃ পশি বিজন শ্মশানে
পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।