পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সৰ্গ । Ye Q কছিও মায়েরে ।” চলি গেলা বাৰ্ত্ত লয়ে निखक्रघ्ना खप्रभमई ॥ রণক্ষেত্রে হেরিলেন দেবসেনাপতি দূরে তারক অস্থরে ; পার্শ্বে বিকটাক্ষ শুর ; মুষ্টিমেয় অমুচর সহ, ছায়াসম অস্থর-ঈশ্বরে সদাকাল অমুবর্তী। হেরিলে বিরোধিতেজঃপুৰ্ণ জলধরে, বিদ্যুৎ যেমতি পড়ে স্কন্ধ পরে তার এক লম্ফে মাতি, ধাইল কুমার হেরি দৈত্যেশ জলদে । কহিলা গৰ্ত্তীর স্বরে । “ধন্ত বলি মানি তোম, বীরকুলৰ্ষভ ; বtখানি তোমার বীরপণ । হেরি নাই চক্ষে তোমা কভু ; কিন্তু আহলাদে প্লাবিল হৃদি হেরিয়া সে রণোম্মাদ তব । তব সহ নাহি দ্বন্দ্ব ; দ্বন্দ্ব সে স্বভাবে । দেব-বৈরী তুমি ; তেঁই তোমা, অমুচর সহ, শাস্তিব আহবে আজি, নাহিক উদ্ধার। স্মর ইস্টনাম তব । পাপের যে পরিণাম, শুন দৈত্যপতি, অবশ্য ফলিবে, বল কে রক্ষিবে তোমা ? লও অস্ত্র, বিলম্ব না সহে ।” এত কহি সেনাপতি, শিঞ্জিনী-টঙ্কারে বলা—