পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সৰ্গ । b eసె বেগে, প্ৰহারিলা দৈত্যদেহে মহাশূল, গড়িলা স্বহস্তে যাহা নাশিতে দৈত্যেশে । বিধিল দৈত্যের বক্ষ ; প্রস্রবণবেগে ধাইল অজস্র স্রোত । চক্র প্রহরণে করিলা ক্ষত বিক্ষত কুমার কাৰ্ত্তিকে দেবরিপু । চক্রাঘাতে দূরে গেল। বলী ; ঘুর্ণবারি যথা আকৰ্ষি তরণী বেগে, দূরে ফেলে তারে কভু কভু, মহাবেগে । অমনি আবার করি প্রদক্ষিণ শূরে চক্রাকার গতি, হানিলা সহস্ৰ বহিসম-জ্বালাময় শিখাজীল । অস্ত্ৰতেজে ভস্মময় হৈল গ্রহ, নক্ষত্র, তারকা, ভস্মময় হৈল দৈত্য-অমুচর যত, বিকটাক্ষ বিনা । মুহূর্বে অস্থরদেহে শিলাবৃষ্টি সম, বরষিলা রাশি রাশি শুচিমুখ, তোমর, ভোমর, শূল, অস্ত্র ভীমনাদী । সে অস্ত্রতাড়নে গতজীব, মুচ্ছিত হইলা দৈত্য না পারি সহিতে ; পড়িল অমনি রণক্ষেত্রে ; শত ক্রোশ - ব্যাপি, মহীরুহ পড়ে যথা, প্রভঞ্জন বলে উপাড়িলে দৃঢ় মূল । দেবগণ যত দাড়ীয়ে স্তস্থিত দুরে, হেরিছেন