$శి తి ত্ৰিদিববিজয় । আঘাতিলা নিরস্ত্র অরিরে ? কহ, বীর, একি বীরধৰ্ম্ম ? তেঁই সে রুষিলা শস্তু ; ভাগ্যবৃক্ষে তব অকালে ফলিল বিষফল । শাঠ্য, কপটতা, এ বিশ্ব মাঝারে মহা বিষ ; দহে ধৰ্ম্ম এ গরল-দীহে । তার পর—অনুচর, কিবা স্বগণের, অনন্ত কুক্রিয়াবশে, পূর্ণ ভাগ্য-ভাণ্ড তব হয়েছে দুরিতে । তুমি দৈত্যপতি, তুমি রাজা ; দৈত্যের দুরিত যত, তব ভাগ্যে সতত প্রতিফলিত হইয়াছে শুর সুনিশ্চিত । সহস্র তটিনী সেবে বারিপতি সদা ; তেঁই তিনি পঙ্কিল বরিষে, সমল যবে তটিনী কর্দমে । এই জীবক্রিয়াস্থলে, ব্যর্থ নহে কৰ্ম্ম ফল কভু ; ভাল মন্দ অনন্ত আলেখ্যে রহে লিপিবদ্ধ যেন ; জান সে সকলই তুমি, কি আর কহিব । কিবা জঠরের ভ্রণ, কিবা শিশু, যুব বৃদ্ধ কিবা, যেই কৰ্ম্ম করে জীব এ বিশ্ব মাঝারে, ফলে ক্রিয়। তার স্বসময়ে, নহে ব্যর্থ পণ্ড । কতু ; সুফল কুফল তার যথাবিধি উপজে সময়ে । দুরদৃষ্ট তেঁই তোমা,
পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।