পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ত্রিদিববিজয়।

কাঁপিল সভয়ে, ক্ষুব্ধ; পলাইল ত্রাসে
মৃগেন্দ্র, করীন্দ্র যত যে যা'র আশ্রয়ে।
তাবিতে লাগিলা বীর, যেন অচেতনে
সচেতন ভাব আসি' সহসা পশিল।
ভাবিতে লাগিলা মৌনে:—"অহো, কি যাতনা,
কে চাহে ইন্দ্রত্ব তাহে এই ফল যদি।
পূজিনু দেবাদিদেবে, অনুতাপানলে
সাধি হোম ভক্তিভাবে, পূজিনু তাঁহারে
এত দিন। অশেষ বুঝি বা কর্ম্মফল;
বৃথা পূজি আমি। অলঙ্ঘ্য বিধির বিধি
বুঝিনু জগতে। নিজ কর্ম্মফলে আজি
ভুঞ্জিছি গঞ্জনা; বৃথা কি ফল বিলাপি।
ছিনু দেবরাজ আমি স্বর্গ-অধিপতি।
দশ দিকপালে দিয়া রাজকার্য্য ভার,
সপ্ত-সপ্ত বায়ুকুলে জীবের রক্ষণ,
পালন সে মেঘরাজে,—নিশ্চিন্তে কাটানু
কাল বৈজয়ন্ত ধামে। আনন্দে সতত
নন্দনকাননে সুখে করিতাম কেলি।
পারিজাত-পরিমল, বিহগ-কুজন,
নির্ঝর-ঝঙ্কার মৃদু; বাসন্ত সমীর,
মোহিত ইন্দ্রিয় সদা। মুরজ, মন্দিরা,
ররাব, ত্রিতন্ত্রী, বীণা মধুর সঙ্গীতে,