এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
3 Հ Հ ত্রিদিববিজয় । একমাত্র হৃদয়েশ শম্ভু আশুতোষ ;– তুমিই ঘোষিলা, প্রভু নিদয় এ জনে । নয়ন মুদিয়া ধ্যানে, মনঃ-সিংহাসনে না হেরিনু মহেশ্বরে । উন্মাদ হইলু, তখনই হইমু, দেব, বাহ্যজ্ঞানহত । মনে হ’ল যেন, এখনি ডুবিব পুনঃ তপের সাগরে, লভিবারে তপোধনে । তারকের একমাত্র মণি, হীরাইল যে মহাসাগরে, পশিব তাহে, পশিব এখনই, তিলাৰ্দ্ধ না করি ব্যাজ । কিন্তু দেব-দাবানল বেষ্টিয়াছে চারি দিকে বিশ্বনাশী তেজে, কেমনে, কহ, অসংখ্য দৈত্যেরে, চির-অমুচর মোর, সমপি জ্বলনে, ত্যজি রাজ্যভার আমি ? ভাবিলু এখনই পশি সম্মুখসংগ্রামে, নিবাই এ উগ্র দাহ, ষি গ্রহ-সলিলে ; বিষের ঔষধই বিষ বিদিত জগতে । হা, শস্তু, হায়, হৃদয়েশ, তোমায়(ই) লভিতে, তব পদছায়া, প্রভু, লভিবার তরে, হ’য়ে আত্মহারা, ডুবিমু অতল হ্রদে, চিরদিন তরে । কিন্তু চিরদিন তরে, নাথ, তেরাগিলে তুমি, ন ত্যজিব পদপ্রাস্ত