এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ।
উর্ব্বশী, মেনকা, স্বর্গ-অপ্সরীর দল
বিলাস বিভ্রান্ত পদে তরঙ্গ তুলিয়া
নাচিত রূপসী অঙ্গে অঙ্গ মিশাইয়া।
মনঃশিলাপীঠে বসি, বামে পুলোমজা,
হেরিতাম, শুনিতাম, সঙ্গীত নর্ত্তনে।
গণনার দিন কভু ভাবিনি হৃদয়ে।
ছিনু রাজ্যেশ্বর আমি স্বর্গ-অধিপতি।
কতু নাহি প্রজীবৃন্দে হেরিনু নয়নে!
দিকপাল, বায়ুপতি কিম্বা মেঘরাজে
কভু না সুধা'নু রাজ্য কি ভাবে চলিছে
পরিণামে অত্যাচার, জীবের পীড়ন,
অনিবার্য্য ফল তার ফলিতে লাগিল।
জানি সে বালুকাকণা তপ্ত রবি করে
পীড়ে গুরুতর, হায়, গ্রহেন্দ্র হইতে।
কভু অনাবৃষ্টি, অতিবৃষ্টি কভু, সৃষ্টি
নাশিবার মত প্রায় করিয়া তুলিল।
হাহাকারে জীবকুল পূরিল চৌদিকে।
কিন্তু দিকপালগণে কুচক্র প্রকাশি,
আশুগতি মতি লয়ে, আশু উড়াইলা
শূন্যপথে; না শুনিনু কিছু। কভু যদি
সুদূর হইতে বাণী লয়ে প্রতিধ্বনি
আসিতেন শুনাইতে, অবিশ্বালি তাহে