এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ।
যদি পারে, পারে বজ্রী। কিন্তু জগদীশ,
ক্ষম, দাসে, পিতঃ, অনন্ত শকতি তব,
সেও বুঝি হ'ত পরাজিত অসম্ভবে।
নিয়ত তোমারে ধাতা, পূজিলা হৃদয়ে
শচী পুলোমজা; এই কি সে ফল তার?
ভুল যদি অভাগারে, কি দোষে, হে নাথ,
কি দোষে তোমার পদে দোষী স্বরীশ্বরী?
দেহ শিক্ষা দাসে, পিতঃ, এ পরীক্ষাস্থলে।
একবার পরাজিত, এবার দেখিবে,
কর্ত্তব্য কেমন ইন্দ্র সাধিবে যতনে।”
আক্ষেপিলা সহস্রাক্ষ। কতক্ষণ পরে
হেরিলা সম্মুখে, দেবকুলে, অঙ্গার
যেমতি ম্লান রহিয়াছে পড়ি ভূতলে।
অগণিত ব্যোমচর গ্রহ, উপগ্রহ,
নক্ষত্র তারকা যেন পড়েছে খসিয়া,
খণ্ড খণ্ড আভাহীন। কহিলা দেবেন্দ্র
তবে লক্ষি দেবকুলে:—"কত কাল, হায়,
কত কাল এই ভাবে রহিবে তোমরা?
বিদরে হৃদয় হেরি তোমা সবাকারে।
বৃথা দোষি তোমা সবে। নিজ কর্ম্মদোষে
ভুঞ্জি ফল এইরূপে; কি আর কহিব।”
অগ্রসরি প্রভঞ্জন চক্রাকার বেগে,