পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ত্রিদিববিজয়।

আরম্ভিলা পূরি দেশে গম্ভীর স্বননে।
"নাহি ডরি কাল রণ; প্রলয়ের কালে
খেলার কৌতুক সে ত খেলিয়াছি কত।
জান সে সকলই দেব। কি ছার অসুর-
রণ; বালকের ক্রীড়া। নাহি ডরি, লক্ষ্য
নাহি করি অস্ত্রাঘাতে; বিধির ইচ্ছায়
অচেচ্ছদ্য শরীর মোর অভেদ্য জগতে।
কিন্তু সুরপতি, হিমানী-পরশে কাঁপে
দেহ, না পারি সহিতে। যে অসহ্য হিম
সহি, রহিয়াছি আজি এত দিন, আর
না পারিব প্রভু। জড় হ'ল যেন দেহ,
ঘন, অচঞ্চল। হায়, কত দিনে আর,
হইবে ভোগের শেষ, হইবে কি কভু?”
শত কণ্ঠধ্বনি যেন দেবকণ্ঠ-জাত
ধ্রনিল অমনি নাদি, “কত দিনে হায়
হইবে ভোগের শেষ, হইবে কি কভু?”
এ শোকের মাঝে বসি দেখিলা বাসব
একজনে; মৌন, কিন্তু নহে দুঃখী যেন,
নহে সুখী। সমভাবে এতক্ষণ বসি,
গণিছে মুকুতা, হীরা, অর্থ নানাবিধ।
স্তূপাকারে রাখি একে গণিছে অন্যেরে;
অমনি পূর্ব্বের স্তূপ পড়িছে ভাঙ্গিয়া,