পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ।

আবার সাজায় তারে মনোমত করি।
এ ভাবে সহস্র বার গণিছে বিভবে,
নাহি শ্রম, নাহি ক্লেশ, নিয়ত ব্যাপৃত।
চিনিলেন যক্ষবরে। স্বর্গ হ'তে, ধিক্‌,—
সর্ব্বাগ্রে সে স্বর্গ হ'তে, নির্গমসময়ে,
চতুর্বর্গ ফলসম গণি, আনিয়াছে
ধনরাশি আপন সংহতি, ধনলোভী!
হায় রে জগতে সদা এই সবাকার
এ পাপের এই ফল, এই পরিণতি।
নীরবিলে প্রতিধ্বনি, মধুর সুস্বরে
আকাশসম্ভবা বাণী হইল আকাশে:—
"বৃথা স্তব' দেবরাজ। অস্তমিত হায়,
দেবের দেবত্ব সুধু বাক্যে কি উদিবে?
কি বিকারে ডাকিতেছ আজি নির্ব্বিকারে,
উপায় আশ্রয় কর; কর চেষ্টা, বলি।
ক্ষমিলে তোমারে ক্ষেমঙ্করী, যাও চলি
স্থাণূর সে স্থানে উমা সহ, যোগে মগ্ন
যথা যোগীন্দ্র, বসি সে কৈলাসশিখরে।
লভি বর মহেশ্বর পাশে, সিদ্ধ মনো-
রথ তব। কিন্তু মনোমথে লও সাথে,
হে বিপথি, কহিনু তোমারে। এ কলুষ-
নাশী যজ্ঞে বিরাট আহুতি একমাত্র