এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ।
১১
তব পদলোভে, কহ, কেবা সে আবার
আরম্ভিল দীর্ঘতপঃ কঠোর বিধানে?
আদেশ, নিমিষে তারে দহি কামদাহে;
ভাঙ্গি যোগ, ভাঙ্গি তপঃ মুহূর্ত্ত মাঝারে।
অথবা সে নিতম্বিনী, কহ, কোন জন,
মোহিল সহস্র চক্ষু, সহস্রলোচন?
এখনই আসিবে বামা উন্মাদিনী প্রায়,
জড়াবে কোমল বাহু তোমার গ্রীবায়।”
"চিরজয়ী মোর কার্য্যে, দেব মনোভব
তুমি।” কহিলা দেবেন্দ্র ইন্দ্র। “ভাগ্যদোষে
পতিত বিপদে আজি দেবকুল। রক্ষ
দেবকুলে। অশূর তারকাসুর, হায়,
বিধিরশে স্বর্গ-অধিপতি এবে। আর
কি কহিব তোমা! দেখ দেবকুল দশা
সম্মুখে, হে মনোমথ। ‘মনোরথ, তুমি
যত বুঝ, কার সাধ্য বুঝে ত্রিজগতে।'
চল দেব উমার সকাশে। ক্ষেমঙ্করী,
ক্ষমা করি দোষ যদি, পরিত্রেন দেব-
কুলে; তাঁর সহ, যাইব স্থাণুর স্থানে,
যোগে মগ্ন যথা যোগীন্দ্র, বসি কৈলাস-
শিখরে। লভিলে বর মহেশ্বর পাশে
সিদ্ধ মনোরথ হ'বে,—এই দৈববাণী।