পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ।
১৩

ক্ষমা, ক্ষেমঙ্করী; জীবে জীবরূপে, জড়ে
জড়স্বরূপিণী; তুমি মায়া, তুমি কর্ম্ম,
তুমি ফল, চরাচর-আশ্রয়-দায়িনী।
রক্ষ, মাতঃ, দেবকুলে; অকুলে পতিত
ভাগ্যদোষে। ক্ষম ক্ষেমঙ্করী।” নীরবিলে
শচীকান্ত, বসন্তে যেমতি সমীরণ,
অভয়ার পদতলে গাইলা বিজয়া।
"হে বিশ্বতোষিণী, হের, শচীকান্ত আজি
মমিছেন পদপ্রান্তে।” চাহিলা জননী।
কি ছার ইহার কাছে, নিদাঘদহনে
দহিলে ধরণী, চাহ, হে শশাঙ্ক, তুমি,
পৌর্ণমাসী নিশাকালে, মধুর সুহাসে।
কহিলেন হাসি মাতা মধুর সুস্বনে:—
"এস বৎস, বহুদিন দেখিনি তোমারে,
সুরপতি; কেমন আছেন সুরেশ্বরী
শচীরাণী, তুমিও কেমন বৎস, কহ
ত্বরা করি; দেবকুল কেমন সকলে?”
করযোড়ে আরম্ভিলা বাসব সুমতি:—
"কি কহিব পদপ্রান্তে, হা, অন্তর্যামিনি।
নহি সুরপতি আর, শচী, সুরেশ্বরী।
অসুর, অধম তারকাসুর, তাহারে
মাতঃ,—কি আর কহিব? দহে ক্ষোভে হিয়া,