পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2br লিপিববিজয় । বৎস, কিছু নাহি ছিল সেই ক্ষণে । নাহি ছিল কাল, নাহি ব্যোম, নাহি রজঃ, সৎ কি অসৎ । অপঃ, তেজ, কি মরুৎ—কিবা ছিল তবে ? বৎস, যাহারে হেরিছ তুমি, আত্মীরূপে ছিলা মাত্র মায়া আবরণে নিক্রিয় । তপোবলে জম্মিল মহিমা । সে সবার আদি কাম, বাসনার সার, কাটি মায়! আবরণ, প্রকাশ করিল আত্মা স্বধার্যপী । আপন স্বরূপ স্বধা হেরিলা আপনি তত্ত্বদশী । প্রকটিল ক্রিয়াশক্তি অমনি তখনই, মুক্ত। নিজ উপাদানে, নিজ আত্মময় দেহে, তবে রচিলা বিধাতা বিশ্ব,—ব্যোম, কাল, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকারাজি, জীব, জড়, স্থাবর, জঙ্গম, চরাচর । ইন্দ্র, মধুর এ তথ্য কথা, গুঢ় ৷ তপোবলে বলীয়ান স্থধু, বুঝে এ রহস্য, বৎস, কহিমু তোমারে।” শুনি সে মধুর বাণী ভবানীপ্রসূত, বাসব ভাবিল মনে – “তেঁই বাণী আকাশসস্তব কহিলেন, ‘মনোমথে লও সাথে ’ অজ্ঞ আমি, হায়, কি বুকিৰ বিশ্বনিয়ন্তার বিধি ৷ পালি