প্রথম লর্ণ । ..హి. আজ্ঞা ; লইব স্মরেরে সম্বরের যোগসনে ৷” চলিল৷ উভয়ে ব্যোম ভেদি ; মনোমথ আইল পশ্চাতে, অজ্ঞাতে, অদৃশ্বে, শত বিশ্ব ব্যবধানে । প্রতি পদে মহা শূন্তে স্থলিতে লাগিল পদযুগ ; শরাসন, গুরুভার সম, পীড়িল সে সৰ্ব্বসহ গৰ্ব্বিত মদনে আজি । অতর্কিতে, মরি, পতিগত প্রাণ রতি সহসা উদিল। নেত্রপথে, মান ছায়া পড়িল হৃদয়ে । “এ কি কুলক্ষণ” ভাবিল বিশ্ব-বিজয়ী । “চিরাভ্যস্ত চাপ মম অনভ্যস্ত সম কি হেতু পীড়িছে অজি, না পরি বুঝিতে । কি হেতু বা, প্রেয়সীর হুখ সূৰ্য্য হেরি অকস্মাৎ, মসীমান ছায়া আজি পড়িছে হৃদয়ে ? আঁধার ভুবন কভু উদিলে তপন তিমিরারি ? মহেশ্বর—বিষম সংহারী ; কি জানি কি লিখিলা ললাটে ভাগধেয় । কিন্তু অণুমাত্র অকম্পিত দেবকীর্য্য তরে দেবদাস । বরঞ্চ সে পরম সৌভাগ্য কামে, দেবের উদ্দেশে ত্যজিবারে পায় যদি এ তুচ্ছ জীবন । হেন ভাগ্য, হায় লিখে, অাছে কি কামের ?
পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।