এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
* a ঞ্জিদি ববি জয় । জন্মে মৃতু্য ; অজাতের মৃত্যু কিবম্বিধ ?” কতক্ষণ পরে, সুধিলেন কৌতুহলী সহস্ৰলোচন, গৃঢ় কথা, মহাকালজীয়ে, “কহ, মাতঃ, লয় কিবম্বিধ ? দেবঋষি হ’তে, কতবার শুনেছি বারতা । কিন্তু ন পূরয়ে তৃষা সে ভাষাপ্রবণে । শুনাও করুণা করি, হে করুণাময়ি, সে গভীর স্বরস্বতী ।” উক্তরিলা দেবী ; “লয়ের ভীষণ চিত্র না শুধাও এবে । উপজিলে সেই চিত্র চিত্তক্ষেত্রে মোর, না রহিবে ভূমণ্ডল, বিশ্বচরাচর । বিধির এ বিধি, বৎস। সংহারীর অংশ আমি, ভিন্ন নাহি ভাব । যে ঔষধি, জীবে জীবকুলে নিত্য, নাশে সে জীবের প্রাণ, অসময়ে যদি সেবে প্রাণী ।” কত কালে আসি দরামরী, উতরিলা দেবী, ইন্দ্র সহ, যোগাসনে কৈলাসশিখরে ; স্মর প্রচ্ছন্ন রহিল ৷ জননীর পাশে, দেব আখণ্ডল, আসি উপজিলা ; বিহঙ্গমশিশু যথা, অtপনার নীড়ে, আচম্বিতে ।