এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২ইচ ত্রিদিববিজয় । কেছ, কি ভবানী দেবগণ, কিবা পশুপতি, কেহ না জানিলা, কেহ না বুঝিল, দিগন্তের কোণে কোথা মদন হইলা ভস্মরাশি, দৈববশে ; কোন ক্ষণে, দেব বৈশ্বানর, ছুটি ভীম নাদে, ধৰ্ম্মাদেশে সাধিলেন নিজকৰ্ম্ম । “মনোমথে ল’ও সাথে,” যে বাণী কহিল, বিধির বিধানে সফল সে গুঢ় ভাষা ; এ নিগুঢ় তথ্য, এ রহস্ত, হায়, কে পারে বুঝিতে ভবে ? জগতে মঙ্গলময় বিধির এ বিধি । হইল আহুতি পূর্ণ মহা হোমানলে । ফলিল অব্যৰ্থ বাণী আকাশ-সস্তব । সহাসে কহিলা শৈব :–“কোন হেতু, কহ হৈমবর্তী, গতি হেথা তব ? কি উদ্দেশ্যে কহ হে ঈশ্বরী, আগমন যোগাসনে ? প্রলয়ের লীলা এবে করিছি শ্রবণ করে তরে ? কেন এ আয়াস দেবি ? তপঅবসানে এই দণ্ডে ভেটিতাম তোমা’ বিধিকৃত ” উত্তরিলা দেবী মহেশ্বরী । “ভব বলে বলীয়ান, স্বগ অধিপতি অণুর অম্বর দল। পাপম্রোতে ডুবে ইন্দ্রলোক । হে পিনাকী, রক্ষ দেবকুলে ।