এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ত্রিদিববিজয় । দেব-ইন্দ্র সহ হইলেন অন্তৰ্দ্ধান অস্তুরযামিনী । প্রণমি ভবানীপদে স্তুতি ভক্তি ভাবে, চলি গেলা আখণ্ডল দেবের উদ্দেশে, নিদারুণ শোকাকুল মদননিধনে । হেথা বিজয়া রে লক্ষি কহিলা অভয়, “মরি লো সরমে আজি ; আশুতোষ সদা, আশুতোষ ; বাসবের পাশে অনায়াসে আশীষিলা মোরে—“শক্তি, তোমার প্রসূন শিব-অংশে ধরাতলে জাগাবে নিজীবে । নতশির লাজভরে রহিমু ক্ষণেক । কি বিষম দায়ে ভোলা ফেলিলা তখন, কি কব, বিজয়ে, তোরে । ঈষৎ হাসিয়া নমিলাম পাদমূলে । আইমু অমনি ক্ষণ পরে ৷ কহ ত লো, কি ভাবিল শিশু, হায়, বাসব সে কালে ?” এ ভাবে অভয়া সহ আলাপেন দেবী মধুস্বরে ; কিছুক্ষণ পরে হাহাকারে দশ দিশি পূরিল চকিতে। বামাকণ্ঠজাত স্বর, রোদননিনাদ সম যেন, আলোড়িছে ব্যোমতল সুদূর হইতে । কঙ্কণঝঙ্কার যেন পশিছে শ্রবণে সে স্বরের সহ মিশি ; কপালে বুঝি বা