পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दिॐौछ नभै । পিতৃরোবে মরে শিশু মায়ের সদনে, কে কলে শুনেছে, দেবী, তিন ভূমণ্ডলে ? : কমার কি শশাঙ্করেখা গগনের ভালে— মোদিবে মোহিনী মন ? আর কি গো কভু বহিলে লস স্তানিল অনস্ত সৌরভে ? মধুর কুজনে, দেবী, আর কি কোকিল, মধু-সখী, কুঞ্জনিলে ? বরষি চৌদিকে স্বধারাশি ? উথলিবে উৎস প্রেমামোwে ; গাইবে তটিনী কভু কুলু কুল স্বরে ? জগত, আনন্দময়, নিরানন্দ এবে । অভাগীর একমাত্র নয়নের মণি, হৃদয়-আকাশে জ্যোৎস্না, কেমনে, মা, কহ কোন প্রাণে সঁপিলে সংহারমুখে । দেব সৰ্ব্বভুক, কেন ন ভথিল মোরে, চিরক্ষুধা নিবারণ তরে ? ও কোমল দেহে, ও কোমল প্রাণে, কেমনে সহিবে, নাথ, কেমনে সহিছ, সে দারুণ বিষজ্বালা । বিরহার উন শ্বাস বার, সহিত না চারু অঙ্গে, মিলনের কোমল পরশ, তাহাও বাজিত দেহে, এবে সে কেমনে,— কেমনে সহিছ তুমি এ দারুণ পীড়া ? তুমি মা জগতধাত্রী, সছিছ কেমনে ?