পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সগ। ينتمي هيده-سه বসিয়া - তারকাসুর রত্নসিংহাসনে মরকত, হীরা, পদ্মরাগ ঝলসিত, খচিত বিবিধ বর্ণে, তমোময় তবু ; তমোময় যথা অমা ঘোর নিশাকালে । ভূধরশিখর সম দীর্ঘতমু ছটা, গাঢ়কৃষ্ণ ; বিশাল উরস দৃঢ় ; নেত্রযুগ, কুহেলি-আবৃত মধ্যাহ্র-তপন সম, ধুমিছে ললাটে । মহাভয়ঙ্কর বলী । তেমতি ভয়tল সভা আজি সভাগৃহে । দৈত্য শত শত ভীমাকৃতি, বসি সভাতলে, নিশ্বাসে প্রলয়-ঝড় ছুটে যে সবার নিরস্তর । সহস্ৰ কল্লোল সম গৰ্ত্তীর নিনাদে, সম্বোধিয়া সভাসদে কহিল অসুরেশ্বর ; “কহ, মিত্র, কি হেতু বিদ্রোহানল ধুমিছে এ পুরে, আজি ? দেবকুল উড়িয়া বিমানপথে, ঘোর নিশাকালে, কতু কতু সন্ধানিছে এ দুর্গ ভিতরে, নি:শঙ্কে । প্রাচীর পরে লিচরে অসংখ্য যে ধ ভীষণ মুরভি :