কৃতীয় সৰ্গ । ፬ፃ ভাবিতে লাগিল। বলা ; “একি জসস্তব ! কি হেতু এ কুদর্শন ; এ হৃদি-কম্পন । জনমে কখন ও অসুভবি নাই হেন ভাব ; এ অজ্ঞাত, এ অবোধ্য ভাব, কেন আজি সহসা মলিন করে হৃদয়ের পটে ? কি অশুভ হবে শৈলে ; তাও কভু— তা ও কি সস্কলে ? প্ৰভু মোর আশুতোষ — কিন্তু স্যায় শিখ, নিয়ত দীপিছে ভালে, বিশ্বের প্রহরী সম । আমি ত কখন (ও) অণুমাত্র অবিচার করিনি অজ্ঞানে । হৃদয়ে কাহার (ও) ব্যথা পেইনি কখন(ও) তবে কেন এ কল্পনা ? এ মাতঙ্ক বৃথা ? কিন্তু, হtয় তাই বুঝি ঘটিল আমার অবশেষে ;–রাজদোষে মজে রাজ্য । কিন্তু পুরবাসী, রাঙ্গ, রাজ-গণে, কি সচিবে, করিলে কি ভেদজ্ঞান ? হয় ত করে না । শুনেছি বিষম দস্তে, অস্থর স্ব পাণ মথিছে নাগরী মন ; তাই বুঝি মন্ত্রী বুধ সম কহিলেন সার ভাষা আক্তি,— ‘দাস্তিকতা, দন্তোলি হইতে পীড়ে গুরু তর ।” অস্বরের দল তৃণ সম জ্ঞান করে বিস্তীর্ণ নগরে, নাগরিকে । কভু
পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।