齢域r ঞ্জি বিবিন্ধু ..] শুনি, দিগন্তের কোণে, স্বর্গ-নিবাসিনী বধু লয়ে, অত্যাচারে । কভু বা কলহে মত্ত, কভু বা আঘাতে পুরজনে। অর্গিকুল নিরর্থ বিলাপে, ধৰ্ম্মাধিকরণদ্বারে বৃগ' আৰ্ত্তনাদে । শুনিয়াছি এই কথা, এ বারত আমি বারম্বার । কিন্তু হয়, রাজশক্তি-ক্ষীণ হ’লে কি কুশল লোকে ? পরিণাম হিত ভাবি সহিয়াছি সবে । সত্য হী কহিল বৃদ্ধ, ‘রাজধৰ্ম্ম ক্ষুণ্ণ হ’লে ক্ষণকাল তিষ্ঠে কি জগতে ? মজিন্তু স্বগণদোষে ; নিজকৰ্ম্ম সম দায়িত্বে বিশাল মোর, এড়াব কেমনে ? হা বিধি, এই বার ক্ষম নাথ, আপনি করিব, আপনি পালিব সবে, অপত্য সমান এই হ'তে। হে অন্তৰ্য্যামী, তুমি— তুমি জান (ও) সবই—কি ভাবে ভাবে এ বিশ্বে কুলিশি-বিজয়ী। প্রেমময়, মধুময়, বিশ্ব সদা তাহার নয়নে বিভাসিত । হায় রুদ্র, হে পিনাকী, আশুতোষ, ক্ষম এ দাসেরে, চিরদিন । এ বিশ্ব হইতে, মুছিয়া লও না দৈত্যকীৰ্ত্তিভাতি যত, বিপুল যশ-সৌরভ, এ বংশগৌরব ।
পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।