এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
& R. ত্রিদিববিজয় তদা । এখনই মেনকা রাণী, কহিলেন আসি ক্ষোভে রোষে, দৃঢ় ভাষা ; চিন্তিছেন অচলেক্স সে বারত বসি মৌনভাবে । ক্রমে ক্রমে দিন গত, তাইসে রজনী, এ ভাবে চলিয়া যায় চঞ্চল সে কাল ; শুক্লপক্ষ কলা সম, বাড়িলা দুহিত। গৌরী ; যৌবনে পূরিল দেহ, অবনত গুরুভারযুগে এবে ; বলিত্রয় ক্রমে, শোভিল সে চার কান্তি । কিন্তু যেই স্থলে পাঠাইলা চর রাজ। বর-অন্বেষণে, বিফল হইল সব। অদ্ভুত বালিকা — গ্রাম্য বালা সনে ক্রীড়াকালে, কভু কভু দশ হস্ত বিকাশে সহস, নেত্রত্ৰয় কতু বা উদঘাটে, বিচিত্র, অদ্ভুত দৃশ্য, শুনি জনরব-মুখে, যোগ্য বর যত অমঙ্গল গণি মনে, চরে ফিরাইল। নিস্ফল । কোথাও, কোথাও মিলে না বর যোজইতে বরণীয়া সনে । কি আশ্চৰ্য্য, অদ্ভুত, হে ভূতনাথ, ভূতনাথপ্রিয়ে, দোহার লীলা জগতে, কে পারে বুঝিতে ? তাই চিন্তাকুল আজি, নগাধিপ বসি, রাণীর গঞ্জন বাণী, ভাবিছেন মনে ।