চতুর্থ সৰ্গ । శ్రీt లి হেনকালে উতরিলা ঋষি-বর ঋষি সেই দেশে, মধুর সঙ্গীতে পুরি দেশ । সন্ত্রমে উঠিয়া রাজা পদধূলি লয়ে সমাদরে, কহিলেন ভক্তিভাবে লক্ষি মুনিবরে ; “স্বাগত হে ঋষিশ্রেষ্ঠ ; ধন্য বলি মানিলাম মোর ভাগ্য আজি ; তব পদধূলি পবিত্রিল মর্ত্য লোক ; কোন হেতু আজি গতি হেথা তব, তাত, কহ তা প্রকাশি ; কিব। সে পালিব অtংজ্ঞ ?” হাসি সুমধুর হাসি, বসি সু-আসনে, দ্ব্যর্থপূর্ণ ভাষা ঋষি, কহিতে লাগিল । “নগরাজ, বিরাজে তোমার গৃহে, শুনিয়াছি আমি, কস্য। তব, পরিণয় কাল গত । নানা ভাষা নানা জনে কহিছে তাহার । কেহ কহে, সদা কস্যার পিতৃত্ব লয়ে, তোমরা দম্পতি, কলহ করিয়৷ থাক শয়ন-আগারে ? তব কন্যা কহে কেহ, কেহ বা বিবাদে । জাতি নাই, কুল নাই, পালিত তোমার গৃহে মাত্র সীমস্তিনী, গুহু!-লব্ধ ; শব্দ অস্তে ঘোষিছে জগতে । কেহ বা বিচারে ক্ষিপ্ত ;—তপ্ত রবি করে কোপায় নিবরতলে, শৃঙ্গধর পরে,
পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।