চতুর্থ সৰ্গ । JNE বহুক্লেশ সহি দেবের মঙ্গল তরে নিবসেন ক্ষেমঙ্করী । কত কাল আর ভুলিয়া রহিবে, নাথ, স্বতন্তুচিস্তনে ? অপূর্ণ সে তত্ত্বজ্ঞান পূর্ণ কর আজি, ব্যোমকেশ ।” বলি ঋষি নমিলা চরণে । “কি কহিব ঋষিবর !” অtশু উত্তরিল। প্রভু বিভূতি-ভূষণ । “জান সে সকলই তুমি ; কাতর এ হৃদি ভক্তের লাগিয়া সদা, ভব-মুক্ত, কি আর কহিব । কিন্তু, নিজ কৰ্ম্মহ্রদে ডুবে জীব, কে রক্ষিবে তারে ? ইচ্ছায় না করি কিছু, বিশ্বরাজি মাঝে । বহুদিন উমার বিহনে সহি, রহিয়াছি আমি তার ধ্যানে ; কাল পূর্ণ এলে ; হউক বিধির বিধি সিদ্ধ ধরাতলে । কর আয়োজন, যোগী ।” এত বলি মহাশূলী ডাকিল প্রমণে । ভূতকুল কঠোর কর্কশ ধ্বনি ধ্বনিল বিমানে উল্লাসে, স্মরিয়া মায়ে উল্লসিত বথ। প্রবাসে সুপুত্র তার । বিকট তাণ্ডবে কাপায়ে ব্রহ্মাও পুরী, আসি উপজিলা চৌদিকে । কহিলা ঋষি সম্বোধি প্রমথে । “চল বাবে ভেটিতে মায়েরে, হিমালয়ে ;
পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।