এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
१२ ত্রিদিববিজয় । বলে সেই ভূমি অধম অস্থরকুল ধৰ্ম্মের বিরোধী, বিরাজে সে পুণ্যদেশে পূর্ণ তমোগুণে। হেথা মোরা সবে দেবকুল, অকুলে পতিত, ভাসিতেছি বহুকাল কলঙ্কসাগরে ; ডুবিতেছি, হায়,— ডুবিতেছি অবসাদ দে। সদা ত্রাসে, সদা তঙ্কে রহিব কেমনে ? এ কলঙ্ক, এ বিষাদ সহিতে না পারি, শিল্লিবর। কেমনে বা সহিছ সে তুমি ? আর যত দেবগণ সহেন কেমনে, এত দিন ! শিখাও আমারে মহাবিছা, দেখিব সে এ কলঙ্কমসী মুছে কি না মুছে ভালে দেখিব সে প্রয়াস করিয়া। দেবালয়ে দানৰের স্পৰ্দ্ধ, বৃদ্ধ, পারি না সহিতে, পারি না সহিতে জার। দেখি নাই পুণ্যভূমি কভু ; কিন্তু শূন্ত দেশে দেখিয়াছি ব্যাস তার ক্ষীণ রেখা সম, বহুবার ; আলোক আঁধার বিমিশ্রিত। মহাবে পথভ্রান্ত নাবিক যেমতি, মহোল্লাসে cनशष्बन लूब cदलांडूमि । भएन इ'उ যেন, সেই পুণ্যভূমি, দেবগণ চিরবাস, প্রসারি যুগল বাহু, আলিঙ্গন