পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స్ట్రీ ত্ৰিদি ববিজয় । উদ্ধারি সে মাতৃভূমি, বিনাশি অস্বরে । কিন্তু স্মৃতিচিহ্ল মোরে দেও দয়া করি দিব্য অস্ত্র ; রণভূমে সহায় হইবে অস্ত্র অদম্য প্রতাপে ।” নীরবিলে বলী, কহিলা কেন্দ্রনিবাসী, হাসি মিষ্ট ভাষে । “কি সাধ্য আমার, দেব, তোমারে প্রদানি দিব্য অস্ত্র । মহাকাল ত্রিশূল ভয়াল— একমাত্র সংহারী অtয়ুধ তব ৷ কর্ষি শূলে অদম্য প্রতাপে, লক্ষি বক্ষঃ, ছাড়ি দিলে তুমি রৌদ্রতেজে, নিমেষে বিনাশ হবে, এ বিশ্ব বিশাল । স্থাবর, জঙ্গম, জড়, কিছু না রহিবে ৷ হইবে প্রলয় ঘোর, নাহি সম্বরিলে তুমি অস্বাস্থত । ব্যৌমতল আপনি হইবে ক্ষুব্ধ, স্তব্ধ চরাচর । ক্ষিতি, অপঃ, তেজ, বায়ু, লয় হবে মুহূৰ্ত্তেকে ; চলি যাবে সব মায়া সম । কি ছার তারকাসুর, দৈত্যসেনা সহ । সেই অস্ত্র দিবেন পিনাকী তোমা, প্রয়োজনকালে । কি সাধ্য এ দাসে কহ ? হায়, তব যোগ্য অস্ত্র আমি কোথা পাব বলি ? তবে যদি গ্রহ দয়া করি, দেব, আয়ুধ এক রাখিয়াছি আমি, কুমার,