এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ষষ্ঠ সঙ্গ । قي عين বরুণ দেব, হেলাইয়া পাশ, ভীষণ তরঙ্গোচ্ছাসে, ঐ হের আঘাতেন মহাতেজে অনন্তের সীমা । দেব ভেজোময় বিকট জ্বলনে জ্বলিছেন শৃঙ্গ পরে, নিক্ষেপি স্ফুলিঙ্গ লক্ষ লক্ষ চারি দিকে । আপনি কুলিশ তব, ভয়াল গৰ্জ্জনে ঝলসেন মুহমুহুঃ । এ হেন সময়ে বিলম্ব না কর, সুধি, নাহি কর বৃথা কালক্ষয় । আমার হৃদয়ে শুরপতি,— কি জানি কেমন,—উৎকট মত্তত যেন, যেন তীব্র আলোড়ন, উঠিয়াছে এবে । রিপুর সমরসজ্জা শুনি অকস্মাৎ এ অদম্য ভাব মনে হ'য়েছে উদয় ; ন পারি বুঝিতে কিছু। জানি আমি, দেব, সমরের আয়োজন আজো অমরের হয় নাই অণুমাত্র । অস্ত্রহীন, দীক্ষাহীন সবে, রয়েছে পড়িয়া বহুদিন, অনভ্যস্ত রণে। কিন্তু হৃদয়ের স্তরে স্তরে যে আবেগ আজি, উঠেছে উথলি, না পারি সহিতে আর । চিত্তবলে মত্ত জীব সদা ভবজয়ী, নহে ভুজবলে কদাচন। পুরন্দর, দেহ আজ্ঞ, দেব