পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্ৰিদি ববি জয় । যম, নিৰ্ম্মম সতত বিদিত জগতে । লঘু গুরু ভেদ নাই যমের সমীপে । কি সাহসে আইলি এ পুরে, অযাচিত । কাল পূর্ণ হইয়াছে বুঝি ; নাহি বুঝি কেহ ত্ৰিজগতে আপন। বলিতে তোর ? পতঙ্গ হোমতি দীপানলে, আইলি কি অtষ্মঘাতী হতে ? কহ শীঘ্র পরিচয়, - নতুব। নিমিষে চুণ হইবে হুৰ্ম্মতি মুণ্ড তোর দণ্ডাঘাতে ।” সভয়ে দানব উত্তরিলা দানবের কৌশল বিস্তারি – “এক কী পাইলে বুঝি বীরত্ব তোমার ; শুনেছিমু যুঝ এক সনে ; আজি কিন্তু হে কৃতান্ত, দেখিলু তা চখে । মহাবলী তুমি ; বীরের উচিত কি হে, অtঘাতিতে দূতে । সত্য যা কহিব, দৈত্যচর আমি ; আtইলু বার তা লয়ে দেবেন্দ্র সদনে, আহবানিতে ইন্দ্রলোকে দেবগণ সহ । কেন বৃথা রণসজ্জা ? বিনা রণে যাও নিজ পুরে । অসুতপ্ত দৈত্যপতি ।” শুনি দূতমুখে প্ৰেতপতি এ হেন বারত, ভাবিতে লাগিলা শুর, চিন্তি ক্ষণকাল ; “অসম্ভব,—উৰ্দ্ধপদ হ’য়ে যুগান্তর