পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিদিববিজয় । কহগে প্রভুরে ভব, স্বৰ্গ ভিক্ষ দেববর্গ নাহি মাগে কভু তার করে । নীচ,— নীচ এ বারত, তুমি, কভু নাহি মুখে আনিবে যেমন আর । থাকে যদি ভুজে ভুজবল, কিম্বা তেজ, অজেয় অনলে,— সমরে অমরবৃন্দ উদ্ধারিবে পুনঃ জন্মপুরী ; নাহি সাধ্য, রোধিবে তাহরে কোন জন । ব’ল তারে এ প্রতিজ্ঞা মম । এই কি সে বীরপণা, শুনিয়া শ্রবণে উল্লাসে মাতিল হৃদি সমর-উল্লাসে, দেখিতে কি বীৰ্য্য ভুজে ধরেন অসুর, দেখাতে দেবের তেজ । হা ধিক দূত, এ কলঙ্ক রাখিতে না জানি । সমর বিনা পরাভব, কোন মুখে মানিলা সে প্ৰভু তব ? ততোধিক কলঙ্ক অমরে, নাহি শাস্তি সমুচিত, নাহি বাহুবলে যদি উদ্ধারি অমর, আহবানে দৈত্যের, সবে যায় কুতুহলে স্বৰ্গপুরে, সারমেয় বথ। মুষ্টিমেয় অল্প হেরি ; অথবা সে ভিক্ষুক যেমতি, ভিক্ষালব্ধ অন্ন লাগি ধায় স্বারে দ্বারে। বরঞ্চ অমরাপুরী নাহি লভি কভু, নাহি হেরি এ জীবনে,