পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 দেবী ত্রিপুরাসুন্দরী

 অত্রস্থ প্রাচীন কীর্ত্তি নিচয়-মধ্যে উক্ত দেবী সর্ব্বশ্রেষ্ঠ। ইহা শাস্ত্রপ্রসিদ্ধ দ্ধিপঞ্চাশৎ পীঠ-মধ্যে অন্যতম।

“ত্রিপুরায়াং দক্ষপাদো দেবী ত্রিপুরাসুন্দরী”

পীঠমালা তন্ত্র

 খৃষ্টীয ষোড়শ শতাব্দীব প্রারম্ভকালে উক্ত শক্তিদেবীর মন্দির ত্রিপুরাধিপতি “ধন্য মাণিক্য” কর্ত্তৃক প্রতিষ্ঠিত হইয়াছিল। এই বিষয় রাজমালায় নিম্নলিখিত রূপ বর্ণিত আছে—

“আর এক মঠদিতে আরম্ভ করিল।
বাস্তু পূজা সঙ্কল্প বিষ্ণুপ্রীতে কৈল॥
ভগবতী রাজাতে স্বপ্ন দেখায় রাত্রিতে।
এই মঠে আমা স্থাপ রাজা মহাসত্ত্বে॥
চাটিগ্রামে চট্টেশ্বরী তাহার নিকট।
প্রস্তরেতে আমি আছি আমার প্রকট॥
তথা হইতে আনি আমা এই মঠে পূজ।
পাইবা বহুল বর যেই মত ভজ॥

* * * *
রসাঙ্গমর্দ্দন নারায়ণ পাঠায় চট্টলে।

স্বপ্নে যেই স্থানে দেখে মিলিলেক ভালে॥
উৎসব মঙ্গল বাদ্যে রাজ্যেতে আনিল।
সত্বর গমনে রাজা নমস্কার কৈল॥
কত দিন পরে মঠ প্রস্তুত হইল।
পুণ্যাহ দিনেতে রাজা উৎসৰ্গিয়া দিল।”

    রাজমালা—ধন্য মাণিক্য খণ্ড

 কথিত আছে—আদৌ বিষ্ণু-মূর্ত্তি প্রতিষ্ঠিত করিবার উদ্দেশ্যে উক্ত মন্দির নির্ম্মিত হইয়াছিল; কিন্তু স্বপ্নে আদিষ্ট হইয়া ধন্য মাণিক্য তন্মধ্যে উল্লিখিত শক্তি-মূর্ত্তি প্রতিষ্ঠিত করেন।

ত্রিপুরার স্মৃতি
৪৩