পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোমতী নদীর তীরবর্তী উল্লিখিত পুণ্য শ্মশান “রাজার চিতাহাল” ব। “রাজার চিতাশাল” বলিয়। উদয়পুর নিবাসিগণ অস্তাপি নির্দেশ করিয়া থাকে । মহাদেব বাড়ী— একটা প্রাচীর-বেষ্টনীর মধ্যে অত্রস্থ শিবমন্দির প্রতিষ্ঠিত । ইহার সম্মুখে ইষ্টকনিৰ্ম্মিত নাটমন্দির এবং এতদ্ব্যতিরেকে আরও দুইটা মন্দির স্থাপিত আছে । মন্দিরের দক্ষিণদিকে “বিজয়সাগর” নামে প্রসিদ্ধ যে দীর্থিক দৃষ্টিপথে পতিত হয়, তাহা ত্রিপুররাজকুলতিলক বিজয় মাণিক্য-কত্ত্বক খনিত । খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীতে হুসেন শাহের বঙ্গদেশ শাসনকালে, মুসলমানেরা দুইবার ত্রিপুররাজ্য আক্রমণ করিয়াছিল । কিন্তু তৎপ্রদেশ-নিবাসিগণের কৌশলে যবনের ব্যর্থপ্রয়াস ও লাঞ্ছিত হইয়া প্রত্যাবৰ্ত্তন করিতে বাধ্য হয় । তাহারই প্রতিশোধ গ্রহণ করিবার জন্য বীরাগ্রগণ্য ত্রিপুরাধিপতি বিজয় মাণিক্য ঢাকা জিলা অধিকার করিয়৷ তদন্তর্গত “সোনার গণ’ নামক বাঙ্গালার প্রাচীন রাজধানীতে এক মাসের কিঞ্চিদধিক বাস করিয়াছিলেন । এই বিষয় ঢাকা জিলার গেজেটিয়বে যেরূপ বিবৃত আছে, তাহার প্রতিলিপি পুস্তকের শেষে প্রদত্ত হইল । প্রাগুক্ত মহাদেব-মন্দিরের সিংহদ্বারোপরি একটী লিপিবিশিষ্ট প্রস্তর-ফলক সংলগ্ন আছে । তাহাতে উৎকীর্ণ লিপি নিচষ এবংবিধ বিকৃত হইয়াছে যে, তৎ সমুদয় পাঠ করা কষ্টসাধ্য । তথাপি যে পৰ্য্যস্ত পাঠ উদ্ধার করিতে সক্ষম হওয়। যায়, তাহ নিম্নে প্রদত্ত হইল ।

  • তব ক্ষমতা

বিতরণে নন্দিতাৰ্থী স জীয়াৎ শ্রীশ্রীকল্য। ণ দেব স্ত্রিপুর নরপতি শ্ৰীপতিবাস্থ শ দ্য প্রোদ্যত প্রাসাদরাজোভূপতি তু তিল মাত: স্যাচ্চিরায় । যাবদব্রহ্মাণ্ড ভা ণ্ডোদর রণ ল েশ্ৰীহরি যা মণ্ডলী স্থা স চ কিত ম প্রতাপ শ্রীকল্যাণ দে ঃ সম্মঠাখ্য। সবt भन्जे শাকে | ১ Hir ত্রিপুরার স্থক্তি