ত্রিসন্ধি । 1. Ն (է, তাহার ভিতরে বসিয়া স্নান করিত। আরকিমেডিস চিন্তাযুক্ত মনে হঠাৎ একটা জলাধারের মধ্যে বসিলেন ; বসিবামাত্র জলাধারের কিয়ৎ পরিমাণ জল উছলিয়া পড়িয়া গেল । আরকিমেডিস তৎক্ষণাৎ সেই অবস্থায় “পাইয়াছি, পাইয়াছি” বলিয়া উন্মত্তের ন্যায় চীৎকার করিতে করিতে রাজসমীপে উপস্থিত হইলেন। ভূতগ্রস্তের ন্যায় সত্যগ্রস্ত হইয়া আরকিমেডিসের বাহ জ্ঞান বিলুপ্ত হইয়াছিল। তিনি নরপতির নিকট উপস্থিত হইয়াও পুনঃ পুনঃ “পাইয়াছি পাইয়াছি” বলিয়া আনন্দে চীৎকার করিতে লাগিলেন । নরপতি জিজ্ঞাসা করিলেন, “কি পাইয়াছ ?” আরকিমেডিস তখন যে সত্য আবিষ্কার করিয়াছেন, রাজসমীপে সংক্ষেপে তাহা ব্যক্ত করিলেন । আরকিমেডিসের মনঃসংযমের কথা শুনিলে চমৎকৃত হইতে হয়। গ্রীকেরা যখন সাইরাকিউস জয় করিবার জন্য নগর বেষ্টন করিয়াছিলেন, তখন আরকিমেডিস নগর রক্ষার জন্য প্রাণপণে চেষ্টা করিয়াছিলেন । এ অবস্থাতেও তাহার গণিতচর্চার বিরাম ছিল না । শত্রুসৈন্য যখন সমস্ত বাধা অতিক্রম করিয়া নগরের অভ্যন্তরে প্রবিষ্ট হইল, তখনও তিনি বালুকারাশির উপরে ক্ষেত্ৰতত্ত্বের চিত্ৰসকল অঙ্কিত করিতেছিলেন । শত্রুসৈন্য যখন র্তাহাকে বধ করিবার জন্য তাহার কেশাকর্ষণ করিয়াছে, তখনও তিনি গণিত-তত্ত্বে মগ্ন। একবার মস্তক উত্তোলন পূর্বক শত্রুসৈন্যের প্রতি নিরীক্ষণ করিয়া আবার
পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।