পাতা:ত্রিসন্ধি-অজিত কুমার চক্রবর্ত্তী.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রিসন্ধি । মার মার বলিয়া দগড়ে দিল কাঠি । হেনকালে গুহ বলে ভরতেরে ভেটি ॥ শুনরে চণ্ডালগণ ব্যস্ত হও নাই । আসিল ভরত শ্রীরামের ছোট ভাই ॥ যদি সে ভরত শ্রীরামেরে করে রাজা । ভাল মতে করি তবে ভরতের পূজা ॥ ভরত আসিয়া থাকে শত্রু ভাবে যদি । ভরতের ঠাট কাটি বহাইব নদী ॥ সাত পাচ গুহ ভাবিতেছে মনে মন । হেনকালে সুমন্ত্র কহেন সুবচন ॥ আইলেন শ্রীরামেরে লইতে ভরত। বল গুহ শ্রীরাম গেলেন কোন পথ ॥ ভরতেরে তবে গুহ নোয়াইল মাথা । ভেট দিয়া গুহ তারে কহে সব কথা ॥ ভরত বলেন শুন চণ্ডালের রাজা । কত দিন ঐরামেরে করিলা হে পুজা । গুহ বলে এখানে ছিলেন দুই রাতি । দুই রাত্রি এক ঠাই ছিলাম সংহতি ॥ এই পথে গেলেন র্তাহারা মহাবনে । গঙ্গাপার করিয়া রাখিনু তিনজনে ॥ গুহস্থানে পাইয়া সকল সমাচার । সেই পথে গমন হইল সবাকার ॥